আগ্রাবাদে নির্মাণাধীন অবৈধ ৭ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের আবাসিক এলাকায় নির্মাণাধীন অবৈধ সাতটি দোকান উচ্ছেদ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জুন) সিডিএ আগ্রাবাদ আবাসিক এলাকার ২৭ নম্বর রোডের ৪৯ নম্বর প্লটে এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার মো. হামিদুল হক, ইমারত পরিদর্শক এএসএম মিজান, মো. আবু জাফর ইকবাল ও গৌরাঙ্গ চন্দ্র পাল।

সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, ‘অনুমোদনহীন ভবনের নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অনুমোদনহীন সাতটি দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm