চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মোগলটুলী ওয়ার্ড যুবলীগের সদস্য মিন্টু সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রয়েল হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিন প্রকাশ পিচ্চি আলো।
নিহত মারুফ চৌধুরী মিন্টু নগরীর দামুপুকুর পাড়ের কামাল চৌধুরীর ছেলে এবং ২৮ নম্বর মোগলটুলী ওয়ার্ড যুবলীগের সদস্য।
জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে ৪-৫ জনের একদল সন্ত্রাসী ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ হোটেলের পাশের সড়কে মিন্টুকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীদের আঘাতে মিন্টু মাথায় গুরুতর আঘাত পান। এরপর থেকে সংজ্ঞাহীন মিন্টুকে আশংকাজনক অবস্থায় নগরীর রয়েল হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছিল। এরপর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মিন্টুর ভাই স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিন প্রকাশ পিচ্চি আলো এই হত্যাকান্ডের জন্য স্থানীয় যুবলীগের মোস্তাফা কালাম টিপু গ্রুপকে দায়ী করেছেন।
চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘গতকাল রাতে মোস্তাফা কালাম টিপুর কয়েকজন লোক আমার ভাইকে বাসা থেকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যায়। সেখানে ৪-৫ জন মিলে তাকে পিটিয়ে জখম করে। ভাইকে আশংকাজনক অবস্থায় নগরীর রয়েল হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষমেশ আর বাঁচানো গেলো না। এই বিষয়ে আমরা ডবলমুরিং থানার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, ‘মিন্টু নামের এক যুবকের ওপর কালকে রাতে হামলা হয়েছিল। মেডিকেলে আজকে তিনি মারা যান। পরিবার মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
আরএ/সিপি



