আগ্রাবাদে আটকেপড়া বিড়াল বাঁচালো ফায়ার সার্ভিস (ভিডিওসহ)

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ছয় তলা উঁচুতে জানালার কার্নিশে দুই দিন আটকে ছিল একটি বিড়াল। রোববার বিকেল ৪টায় স্নুক্যাল (উদ্ধারকারী যন্ত্র) নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। চারদিকে জড়ো হতে থাকেন উৎসুক জনতা। সবার দৃষ্টি স্নুক্যালের খাঁচায়। বিড়ালটি ঠিকঠাক উদ্ধার হবে তো?

কার্নিশ বরাবর স্নুক্যালের খাঁচা যেতেই বিড়ালটি লাফিয়ে খাঁচায় পড়লো। কিন্তু নিচে নামার আগে বিড়ালটি খাঁচা ছেড়ে স্নুক্যালের স্ট্যান্ডে চলে আসে। উৎসুক জনতা আবারও শঙ্কায়— বিড়ালটি যদি ওখান থেকে পড়ে যায়! কিন্তু বিড়ালটি সেই ভুল করেনি। স্নুক্যালের খাঁচা নিরাপদ উচ্চতায় আসার পর নিজ থেকেই লাফিয়ে দৌঁড় দেয়।

YouTube video

প্রত্যক্ষদর্শীদের একজন যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো চিফ জামশেদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাদের বিল্ডিংয়ের সিঁড়ির কার্নিশে বিড়ালটি আটকে ছিল শনিবার থেকে। কার্নিশ দূর্বল হওয়ায় কাউকে উঠানো যায়নি। পরে লোকজন ফায়ার সার্ভিসে ফোন করলে বিকেলে তাদের উদ্ধার কর্মীরা গাড়ি নিয়ে আসেন। প্রায় একঘন্টা প্রচেষ্টার পর বিড়ালটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।’

YouTube video

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আগ্রাবাদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল কবির জানান, ‘খবর পেয়ে আমাদের উদ্ধার কর্মীরা ঘটনাস্থ যান। ভবনের ছয়তলা উঁচু কার্নিশের কাছে আমাদের উদ্ধারকারী স্নুক্যালের খাঁচাটা যেতেই বিড়ালটি লাফিয়ে আসে। বিড়ালকে নিরাপদে নেমে আসায় উপস্থিত সবাই খুশিতে হাততালি দিয়ে উঠেন।’

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm