পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ২০০ সুবিধাবঞ্চিত মানুষকে মৌসুমি সবজি বিতরণ করেছে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
শনিবার (১ এপ্রিল) দুপুর ৩টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের নিমতলা মোড় সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এসব সবজি বিতরণ করা হয়।
নগর যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলার সভাপতিত্বে ও আলী নুর রুবেলের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন মো. ইকবাল, টিসু মল্লিক, সুফিউর রহমান টিপু, নূরনবী পারভেজ, নেসার বিন ফয়সাল রিমন, কায়সার হামিদ, মো. দিদার, জাহাঙ্গীর সৈয়দ মতিউর রহমান মতি, ফরহাদ আব্দুল্লাহ, মাসুদুল আলম জিকু, আবুল কাশেম, মোশারফ শাবলু, শাহাজাহান বাপ্পী, মো. বেলাল রবিউল হোসেন তানিম, সারোয়ার হোসেন, মো. সাজিবুল ইসলাম সজিব, আবু নাছের জুয়েল, মো. মিজান, টিপু খাঁন, মোস্তফা মামুন ভুঁইয়া।
আরও উপস্থিত ছিলেন মো. আরমান, শাহনেওয়াজ সাকিন, ইব্রাহিম খলিল, হোসনে মুরাদ, মো. সাইমন, মো. শামসু, মো. আরফাত, মো. লিটন, মো. শুভ, মো. আলতাব, শাহরিয়ার রুবেল, নাজমুল হক নোমান, জালাল উদ্দিন, রবিউল হোসেন রিফাত, সৈয়দ সুলতান ফাহিম, নুরুল ইসলাম রিয়াদ, মো. আকিল, সজীব কান্তি দাশ, মো. সামিউল।