চট্টগ্রামে তিন দিনব্যাপী স্বর্ণমেলা শুরু

0

চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার পিএসপি ভবনে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্বর্ণমেলা। রোববার (২৩ জুন) সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

মেলা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কালিপদ হালদার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ এনামুল হক।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি মৃনাল কান্তি ধর প্রমুখ।

s alam president – mobile

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ীদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। হতাশা ও আক্ষেপ ছিল। তারা হয়রানির শিকার হচ্ছিলেন। এই সরকার জনবান্ধব ও কণ্যাণমুখী সরকার। জনগণের কল্যাণ করাই এই সরকারে উদ্দেশ্যে। তাই জনগণের সুবিধা-অসুবিধা চিন্তা করে স্বর্ণ ব্যবসার বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। স্বর্ণ ব্যবসায়ীদের এ সুযোগ কাজে লাগানো উচিত।

সিটি মেয়র আরো বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের বিরাট অবদান রয়েছে। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে কর দিয়ে আগামীতেও দেশ উন্নয়নে শামিল হোন্ তবে কর দিয়ে কোনো ব্যবসায়ী দেউলিয়া হয়েছে, এমনটা আমার জানা নেই।’

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কালিপদ হালদার বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড শুধু ঢাকা কেন্দ্রিক নয় এ বার্তা নিয়ে এসেছি। দেশের রাজস্বের সিংহভাগ রাজস্ব যোগানদাতা হচ্ছে এই চট্টগ্রাম। ২০০৫ সালে যে চট্টগ্রাম দেখে গেছি তার থেকে অনেক উন্নত হয়েছে। ফ্লাইওভার হয়েছে।’

Yakub Group

তিনি আরো বলেন, ‘আবহমানকাল থেকে মানুষের দুর্দিনের সঞ্চয় ছিল স্বর্ণ। বংশ পরম্পরায় অনেকে স্বর্ণের ব্যবসা করেন। বর্তমান সরকার স্বর্ণ নীতিমালা ঘোষণা করেছে। এতে ব্যবসায়ীদের ভীত হওয়ার কোনো কারণ নেই। এটাই ব্যবসায়ীদের বড় সুযোগ,বুক ফুলিয়ে ব্যবসা করার। আমি আশ্বাস দিচ্ছি, স্বর্ণ নীতিমালার কারণে ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হবে না।’

মৃণাল কান্তি ধর বলেন, ‘আয়কর রাজস্ব, চসিকের ট্রেড লাইসেন্স ও ডিলিং লাইসেন্স ফি দেওয়ার পরও প্রকৃত স্বর্ণ ব্যবসায়ীরা হয়রানির মুখে পড়ছেন। চট্টগ্রাম নগরে ৫ হাজার ২০০ জুয়েলারি দোকান। এরমধ্যে বৈধ ১ হাজার ৭০০। যারা ট্যাক্সের আওতায় নেই, তাদের অন্তর্ভুক্ত করতে হবে।’

এমএ /এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!