আগুনে পুড়ে ছাই ৬ দোকান

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি দোকান। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজারে শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

অগ্নিকাণ্ডে মোহাম্মদ মান্নান ও মোহাম্মদ দিদারের মুরগীর দোকান, পরিমলের সেলুন, শ্রী দূর্গা ভান্ডারের প্রসাধনী ও রাজামিয়ার কাঁচা তরকারীর দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল মিত্র জানান, ‘খরর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুণে ৬টি টিনসিটের দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ‌‘এ আগুনে একটি সেলুন, দুটি প্রসাধনী দোকান, দুটি মুরগীর দোকান ও একটি কাঁচা তরকারির দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ধরা হয়েছে এবং ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!