আগরতলা-চট্টগ্রাম সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচে চট্টগ্রামের জয়

গতবছর ভারতের আগরতলায় স্যন্দন পত্রিকার সুবর্ণজয়ন্তী (পঞ্চাশ বছর পূর্তি) উপলক্ষে তাদের আমন্ত্রণে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছিল চট্টগ্রামের সাংবাদিক একাদশ। যদিও স্যন্দন পত্রিকার সাথে মাঠের লড়াইয়ে পরাজিত হয়েছিল অতিথি চট্টগ্রাম দল। তখনই স্যন্দন পত্রিকা একাদশকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন চট্টগ্রামের সাংবাদিক দল। তারই অংশ হিসেবে তারা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এসে পৌঁছায়।

স্যন্দন পত্রিকার চট্টগ্রাম আগমনের মূল লক্ষ্য স্থানীয় সাংবাদিক একাদশের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয়া। তারই ধারাবাহিকতায় বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দু’দল মুখোমুখি হয় ফিরতি প্রীতি ম্যাচে। আর তাতে চট্টগ্রাম সাংবাদিক একাদশ ৪ রানের শ্বাসরুদ্ধকর জয়ে প্রতিশোধ নিল স্যন্দন পত্রিকা একাদশের উপর।

সকালে টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রীতি ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সাংবাদিক একাদশ। তারা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে। জবাবে আগরতলা স্যন্দন পত্রিকা একাদশ ব্যাটিংয়ে নেমে চার বল বাকী থাকতে ১২৬ রানে অলআউট হয়ে যায়। চট্টগ্রাম সাংবাদিক একাদশের হয়ে ৩১ রান করে ম্যাচ সেরা হয়েছেন সুমন গোস্বামী।

খেলা শেষে দু’দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শফিকুল আলম জুয়েল।
এএস/আরিফ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!