আখতারুজ্জামান বাবুর কবরে রেজাউলের শ্রদ্ধা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তাঁকে এ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, আখতারুজ্জামান চৌধুরী বাবুর একান্ত সচিব বোরহান চৌধুরী মুরাদসহ জেলা, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm