আখতারুজ্জামান ফ্লাইওভারে দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে প্রাইভেট কার উল্টে দুমড়ে-মুচড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৫টার সময় জিইসি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও কি কারণে দুর্ঘটনা ঘটেছে সঠিকভাবে অবগত নন। প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান খুলশী থানার অফিসার ইনচার্জ।

দুর্ঘটনায় প্রাইভেট কারটি মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে পুরোপুরি উল্টে যায়। ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে সামনের অংশে আগুন ধরে যেতেও দেখা যায়। এতে কেউ কোনো ধরনের হতাহত হয়নি বলে জানায় পুলিশ।

দুর্ঘটনা কারণ সম্পর্কে জানতে খুলশী থানার অফিসার ইনচার্জ দুর্ঘটনার কারণ সম্পর্কে অবগত নন বলে জানান। পরে তিনি আবার বলেন, তবে ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে লাগছিলো মনে হয়, তারপর নিজেরা মীমাংসা করে ফেলেছে। তবে হতাহত হয়নি বলে নিশ্চিত করেন তিনি।

এমআর/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm