আক্তারুজ্জামান ফ্লাইওভারে পিকআপ আটকে যানজট

চট্টগ্রাম নগরীর আক্তারুজ্জামান ফ্লাই ওভারের উচ্চতা নিরোধকে পিকআপ ভ্যান আটকে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যানজট ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীরা।

সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইওভারের দুই নম্বর গেট এলাকার অংশে এ ঘটনা ঘটে।

আক্তারুজ্জামান ফ্লাই ওভারের উচ্চতা নিরোধক পিক-আপ ভ্যান আটকে ওই উচ্চতা নিরোধক ভেঙে যায়। এ ফলে ঘন্টাখানিকের বেশি সময় ফ্লাইওভারে ওই অংশে শতাধিক যানবাহন যানজটে আটকে থাকে। পরে ট্রাফিক পুলিশ ক্রেনের সহায়তায় পিকআপ ভ্যানটি উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে যানজট স্বাভাবিক রয়েছে ফ্লাইওভারের ওই অংশে।

খুলশি থানার এসআই নেসারউদ্দিন বলেন, একটি পিকআপ ভ্যান দুই নম্বর গেট এলাকার ফ্লাইওভারের অংশে উচ্চতা নিরোধকে আটকে যায়। যার জন্য যানজট লেগে যায় সেখানে। পরে ট্রাফিক পুলিশ ক্রেনের সহায়তায় ভ্যানটি উদ্ধার করে নিয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আরএ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm