চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার মেয়ের জামাই বেলাল আহমেদসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ এনে মামলা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লোকাল অফিসের গোডাউন গার্ড মো. সফিউল্লাহ (৫৮) বাদি হয়ে রাজধানীর মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন।
ইসলামী ব্যাংকের দিলকুশায় প্রধান কার্যালয় ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপর আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলাটি করেন।
সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম (৬৪) ও তার জামাতা বেলাল আহমেদ (৪৫) ছাড়াও ব্যাংকটির সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মাসুদের পিএস আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিন ও মোহাম্মদ সাব্বির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও জে কিউ এম হাবিবুল্লাহ, এম শহিদুল, জাফর আলম, নেয়ামত উল্লাহকে আসামি করা হয়েছে।
এ ছাড়া আইবিবিএল, এসআইবিএল, এফএসবিএল, ইউনিয়ন ব্যাংকসহ এস আলমের মালিকানাধীন ব্যাংকসমূহের মতিঝিল ও তার আশেপাশের শাখা ও অফিসের কর্মরত পটিয়া থানার কয়েক কর্মকর্তা ও কর্মচারী এবং এসআইবিএলের চেয়ারম্যান বেলাল আহমেদের মালিকানাধীন ইউনিগ্যাস কোম্পানির ঢাকায় কর্মরত পটিয়া থানার কয়েকশ কর্মকর্তা ও কর্মচারীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ আগস্ট সাইফুল আলম ও বেলাল আহমেদের হুকুমে আসামিরা মতিঝিল সিটি সেন্টারের ২০ তলায় আসামি জাফর আলমের কার্যালয়ে এক গোপন বৈঠকের আয়োজন করে এবং সেই বৈঠকে ইসলামী ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে সশস্ত্র হামলা চালায়। সকাল ১০টার দিকে এসআইবিএলে হেড অফিস সিটি সেন্টারের নিচে জড়ো এবং সকাল সাড়ে ১০টার দিকে সিটি সেন্টার থেকে মিছিল সহকারে ইসলামী ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়স ব্যাংক টাওয়ার (৪০ দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা) আসে এবং এর সামনে আমিসহ অবস্থানরত ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উপরে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে বেআইনি এবং পরস্পর যোগসাজশে হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় একটি গুলি আমার বাম হাঁটুর উপরে গুলিবিদ্ধ হয়। আমার শারীরিক অবস্থা অবনতি হলে তাৎক্ষণিক আমার অফিস কলিগরা দ্রুত আমার চিকিৎসা কাকরাইলস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময়ে উক্ত হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমাকে শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রেফার করেন।