ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের সহযোগী ৬ ডিএমডিসহ মোট ৮ জনকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পিএস থেকে ব্যাংকটির ডিএমডি হয়ে ওঠা আকিজ উদ্দিনও।
সোমবার (১৯ আগস্ট) ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। জানা গেছে, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ‘খয়ের খাঁ’ আরও বেশকিছু কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হবে শীঘ্রই।
আকিজ উদ্দিন ছাড়া আরও যাদের বরখাস্ত করা হয়েছে, তারা হলেন— অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ সাব্বির, মিফতাহ উদ্দিন, মো. রেজাউল করিম, ড. মো. আব্দুল্লাহ আল মামুন।। এছাড়া প্রধান অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা (ক্যামেলকো) তাহের আহমেদ চৌধুরী এবং ট্রেনিং ইনস্টিটিউটের (আইবিটিআরএ) প্রিন্সিপাল মো. নজরুল ইসলামকেও বরখাস্ত করা হয়েছে।
ঋণ দিতে পারবে না এস আলমের ৬ ব্যাংক
এদিকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো— ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।
এসব ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে হাজার-হাজার কোটি টাকা বের করে নিয়ে পাচারের অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে।
বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না। আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। পাঁচ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।
সিপি