প্রতিদিন রিপোর্ট :
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকা থেকে শুভ সরদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে আকবরশাহ হাউজিং সোসাইটির পূর্বপাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পর নিহতের গলায় শ্বাসরোধ করে হত্যার চিহ্ন পেয়েছে জানিয়েছেন পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার এসআই শরীফুল জানান, নিহত শুভকে গতকাল রবিবার রাত ১১টায় কে বা কারা ঘর থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে আর বাসায় ফেরেনি সে।
আজ সকালে বাড়ীর পাশে শুভর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আমরা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। শুভ তিন মাস আগে বিয়ে করেছিল। তবে কারা বা কি কারণে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।
রিপোর্ট : সুমন কুমার দে
এ এস / জি এম এম / আর এস পি :::