চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় ২০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ জুলাই) রাতে আকবর শাহ এলাকার হারবাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. কামরুল ইসলাম। তিনি আকবর শাহ থানার হারবাতলী এলাকার মো. হাফিজ উল্লাহর পুত্র। তার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী থানার সোনাপুর চরডুব্বার এলাকায়।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কামরুল ভাত খেতে বসে পরিবারের সঙ্গে। ভাত খাওয়া অবস্থায় তার মোবাইলে একটি কল পেয়ে বাসা থেকে তাৎক্ষনিক বেড়িয়ে যায়। এরপর দীর্ঘ সময় বাসায় না আসায় তার ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। তাকে সারারাত খোঁজাখুঁজি করার পর সকালে এলাকার একটি গাছের সাথে বেল্ট দিয়ে গলা পেচানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এ সময় তার পা বাধা ছিল। গায়েও অসংখ্য মারধরের দাগ রয়েছে বলে জানায় তার স্বজনরা।
নিহতের ভাই রিপন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কামরুলের সঙ্গে এক মেয়ের চার বছর সম্পর্ক ছিল। গত সপ্তাহে ওই মেয়ের সঙ্গে ঝামেলার কথা শুনছিলাম। গতকাল রাতে আমার ভাইয়ের ফেসবুক আইডি থেকে ওই মেয়ের বেশকিছু ছবি ফেসবুকে আপলোড দেওয়া হয়েছে। তবে কে বা কারা এটি করেছে জানিনা। ওই মেয়ের সঙ্গে আমার ভাই অতীতে কখনো ওই মেয়ের ছবি ফেসবুকে পোস্ট করেনি। এটি কারা করেছে সেটিও বলতে পারব না।’
এ বিষয়ে জানতে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবরের সাথে যোগাযোগ করা হলে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি মিটিংয়ে আছি। পরে কথা বলার পরামর্শ দিয়ে সংযোগ কেটে দেন ওসি।’
এমএ/এমএফও