আকবরশাহে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরীর আকবরশাহে এক ব্যবসায়ীকে মাথায় কুপিয়েছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার মাথায় সাতটি সেলাই হয়েছে।

আহত ব্যক্তির নাম মনির আহমেদ (৪৫)। পেশায় তিনি একজন ব্যবসায়ী। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। এছাড়া এ ঘটনায় মনিরের সঙ্গে থাকা অপর এক ব্যক্তিও ছুরিতে আহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৩১ আগস্ট) বিকাল ৫টার দিকে আকবরশাহ এলাকার শহীদ লেন রওশন মাজার সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

জানা গেছে, মনির আহমেদ শহীদ লেইন রওশন শাহ মাজারের সামনে এলে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। এরপর তাকে মাথায় কুপিয়ে ৪৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় মনিরের সঙ্গে থাকা অপর এক ব্যক্তিও আহত হন। এরপর এলাকাবাসী ধাওয়া দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

আহত মনির আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, স্থানীয় সোহেল, লিটন ড্রাইভার, সাগর, রমজান রানাসহ আরও কয়েকজন আমার ওপর হামলা করেছে।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm