চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকায় বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বিক্রি করে আসছিলেন কাজী হাসিব নামের এক যুবক। এবার সেই অপরাধে আটক করা হয়েছে তাকে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অভিযান চালিয়ে কাজী হাসিবকে (২০) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০টি মুনিয়া, ১টি টিয়া এবং ১টি শালিক পাখি উদ্ধার করা হয়।
হাসিব খুলনার সোনাডাঙ্গা মডেল থানার হাফেজ নগর এলাকার কাজী জামালের ছেলে।
অভিযানের নেতৃত্ব দেওয়া ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল টিমের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন জানান, খাঁচায় বন্দি বন্যপাখি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে সরাসরি আদালতে পাঠানো হয়।
তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে বলে জানান তিনি।
বিএস/ডিজে