আকবরশাহে ট্রান্সফরমার পাল্টাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর আকবরশাহে ট্রান্সফরমার পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-ঠিকানা জানা যায়নি।

রোববার (২৯ জুন) দুপুর ১২টায় আকবরশাহ থানার উত্তর কাট্টলীর কর্নেল জোন্স সড়কের কলাবাগান মহিম মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে ট্রান্সফরমার পরিবর্তনের পর খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এক শ্রমিক। কয়েক মিনিট ধরে তিনি খুঁটিতে ঝুলে থাকার পর শরীর দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু করে। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান।

কাজের সময় তিনি কোনো ধরনের সেফটি ছাড়া সিঁড়ি দিয়ে বেয়ে খুঁটি উঠে কাজ করছিলেন। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগের অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত ব্যক্তির কোনো বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm