আকবরশাহে চাপাতি ও রিভলবারসহ গ্রেফতার তিন

0

প্রতিদিন রিপোর্ট :

 

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা বিশ্ব কলোনী এলাকায় চাপাতি ও রিভলবারসহ তিন যুবককে গ্রেফতার করেছে আকবর শাহ থানা পুলিশ।

2015_09_07_15_14_26_wnkezyetwkavdheowg17ovl053s8kv_original

 

s alam president – mobile

সোমবার গোপন তথ্যে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি তৈরি রিভলবার ও দেশিয় তৈরি দুটি চাপাতি।

 

গ্রেফতারকৃত তিনজনই দীর্ঘদিন ধরে বিশ্ব কলোনীর বিভিন্ন বাসায় ভাড়া থাকত। এরা তিনজন হলেন, ব্রাক্ষণবাড়ীয়া জেলার কসবার মৃত তৌসির আহাম্মদের ছেলে মো. এনামুল হক (১৮), ঝালকাঠি জেলার কাঠালিয়ার মো. জামাল জমাদ্দারের ছেলে মো. হৃদয় হোসেন বিল্লাল (২২) এবং সন্দ্বীপের মুছাপুরের আবু বক্করের ছেলে মো. মামুন (৩৪)।

 

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয় এবং সকালে আদালতে প্রেরণ করা হচ্ছে।

 

Yakub Group

রিপোর্ট : সুমন কুমার দে

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!