আওয়ামী লীগ নেতার ছেলেমেয়ের ওপর যুবলীগ নেতার হামলা

রাজনৈতিক বিরোধের জের ধরে এবার চট্টগ্রামের সন্দ্বীপে আওয়ামী লীগ নেতার ছেলে ও মেয়ের পথ আগলে হামলার অভিযোগ পাওয়া গেছে সন্দ্বীপ উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

রোববার (২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান খান শাহীনের ছেলেমেয়েদের ওপর এই হামলা চালান জাহাঙ্গীর। তারা স্বজনদের সঙ্গে বাড়ির পাশে ছোয়াখালী ব্লক বেড়িবাঁধ এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ব্লক বেড়িবাঁধ ঘুরে ফেরার পথে তাদের ওপর এই হামলা চালানো হয়।

হামলার বর্ণনা দিয়ে শাহীন চেয়ারম্যানের মেয়ে ইমা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বেশ কদিন আগে আমরা ঈদ উপলক্ষে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছি। এতদিন আমরা ঘরেই ছিলাম। আজ (রোববার) বাড়ির সব ভাইবোনকে নিয়ে আমরা ছোয়াখালী ব্লক বেড়িবাঁধ এলাকা ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে নোয়াহাট এলাকায় জাহাঙ্গীর আলম নামে একজন আমাদের পথ আগলে ধরে। এ সময় আমাদের সাথে থাকা গৃহকর্মী আমান ও হৃদয়কে সে মারধর করে। আব্বুর মোটরসাইকেল যেটা আমান চালাচ্ছিল সেটিও তারা রেখে দিয়েছে। আমানের মোবাইলও বোধহয় নিয়ে নিয়েছে।’

এই বিষয়ে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতাকে জানানো হয়েছে উল্লেখ করে ইমা বলেন, ‘অনেকদিন ধরেই আমাদের পরিবারের উপর নানা অত্যাচার নির্যাতন করা হচ্ছে। কিন্তু এভাবে আমাদের বাচ্চাদের ওপর হামলা হতে পারে এটি আমরা ভাবতেও পারিনি। আমি মাননীয় সাংসদ মহোদয়কে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলেছেন।’

এই বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা এই হামলার কথা শুনেছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!