প্রতিদিন রিপোর্ট (ঢাকা) :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দল ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই আওয়ামী লীগকে স্তব্ধ করে। আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আওয়ামী লীগ মরবে না।

আজ শনিবার সকালে দলের ২০তম কাউন্সিলে দেয়া বক্তব্যে সৈয়দ আশরাফ এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ গতানুগতিক কোনো দল নয়। যেকোনো সময়ের তুলনায় এখন অনেক শক্তিশালী আমাদের দল। আওয়ামী লীগকে কেউ কোনো দিন নিঃশেষ করতে পারবে না। দেশের কল্যাণের জন্য আওয়ামী লীগের মতো এত ত্যাগ কেউ করেনি।
তিনি বলেন, আমি দু’বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। শেখ হাসিনার উপদেশে দলকে পরিচালনা করেছি। তখন দলে কোনো ভাঙন ধরেনি, কোনো দ্বিধা সৃষ্টি হয়নি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, যোবে।তার নেতৃত্বেই এই বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশে পরিণত হবে।
এ বি এন :
এ এস / জি এম এম / আর এস পি :::