“আই মরি যাইলেও বউ-পোয়ারে হই যাইয়্যম নৌকাত ভোট দিত”

“আই মরি যাইলেও বউ-পোয়ারে হই যাইয়্যম নৌকাত ভোট দিত” 1এহসান আল-কুতুবী, কুতুবদিয়া থেকে : উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের বাসিন্দা নুরুচ্ছফা । বয়স প্রায় ৭০ বছর প্রায়। ২ জুন (শুক্রবার ) দক্ষিণ ধূরুং দরবার সংলগ্ন স্কুল প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপির হাত থেকে ত্রাণ নিয়ে ফিরছিলেন হাসিমুখে । ফেরার পথে তিনি বলেন, “আই মরি যাইলেও বউ-পোয়ারে হই যাইয়্যম নৌকাত ভোট দিত” ( আমি মরে গেলেও বউ-ছেলেদের বলে যাব নৌকায় ভোট দিতে) । শেখ হাসিনা আমাদের যা দিয়েছে তা কোন সরকারের আমলে পায়নি । লবণের দাম বাড়িয়ে দিয়েছেন । ঘরহারাদের ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলেছেন।
তিনি বিএনপির সাবেক সাংসদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারনে তৎকালীন সাংসদের কাছে আমার মেয়ের বিবাহের জন্য সহযোগীতা চেয়েছিলাম । কিন্তু তিনি আমার কথার প্রতি কোন ধরনের কর্ণপাত করেননি । আমি যে কুতুবদিয়া থেকে মহেশখালীতে তার কাছে গেলাম, সে একটু জিজ্ঞেসও করেনি কোথায় থাকব, কিছু খেয়েছি কিনা বা একটু বসতেও বলেননি।
আমি মাইকে কথা বলতে দিলে কিন্তু আজ সবকিছু বলতাম । তার উপর আমার খুব মন খারাপ ।
তিনি বলেন, এমন মানুষগুলো যদি ভোট নিয়ে এমপি হয়ে আমাদের খবর না নেই, তাহলে তাদের ভোট দিয়ে লাভ কি..?
তিনি বলেন, আমি মরে গেলেও বউ ছেলেকে বলে যাব নৌকায় ভোট দিতে ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm