আইসিডির চার্জ বাড়াতে অনড় বিকডা, সভা ডেকেছে নৌ মন্ত্রণালয়

বেসরকারি আইসিডিসমূহের (ইনল্যান্ড কনটেইনার ডিপো) বর্ধিত ট্যারিফ বা চার্জ কাল ১ আগস্ট থেকে কার্যকর করার বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) ঘোষণা কার্যকর হচ্ছে না। ট্যারিফ বৃদ্ধির বিষয়ে বন্দর ব্যবহারকরীদের আপত্তি আমলে নিয়ে উদ্ভূত পরিস্থিতি সমাধানে সভা আহ্বান করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়ের চবক (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ) অধিশাখা। সভায় উপস্থিত থাকার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম কাস্টমস্ কমিশনার, এফবিসিসিআই সভাপতি, বিজিএমইএ সভাপতি, বিকেএমইএ সভাপতি, বিটিএমএ সভাপতি, চট্টগ্রাম চেম্বার সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি, বাফা সভাপতি, শিপিং এজেন্ট চেয়ারম্যান, সিঅ্যান্ডএফ সভাপতি ও বিকডার সভাপতি বরাবর অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

তবে ট্যারিফ বৃদ্ধির ঘোষণায় এখনো অনড় বিকডা। অন্যদিকে বন্দর ব্যবহারকারীরা বলছেন, তারা কোনভাবেই বিকডার সিদ্ধান্ত মেনে নেবে না। তবে কালকের সভায় সে সিদ্ধান্ত আসবে, তা তারা মেনে নেবে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুস ছাত্তার স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) কর্তৃক বেসরকারি আইসিডি/সিএফএসসমূহের ট্যারিফ/মাশুল বৃদ্ধির বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষীতে আগামী ১ আগস্ট বেলা ১২টায় সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, আইসিডিসমূহের বর্ধিত ট্যারিফ/চার্জ কাল বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিশেন (বিকডা)। গত ২৫ জুলাই বিভিন্ন আইসিডিতে সেবাগ্রহীতাদের কাছে চিঠি দিয়ে ১ আগস্ট থেকে খালি কন্টেইনার হ্যান্ডলিং ও রপ্তানি পণ্য স্টাফিংয়ের ক্ষেত্রে বর্ধিত হারে চার্জ আদায় করা হবে বলে জানিয়ে দিয়েছে বিকডা। এর আগে গত ১ এপ্রিল থেকেও চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছিল বিকডা। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, ফ্রেইট ফরোয়ার্ডার্স অসোসিয়েশন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের আপত্তির কারণে নৌপরিবহন মন্ত্রণালয় সেবার বিকডার সিদ্ধান্ত স্থগিত করার আদেশ দেয়।

নতুন করে ১ আগস্ট থেকে বিকডা কর্তৃক চার্জ বৃদ্ধির ঘোষণার আপত্তি জানিয়ে বিজিএমইএ, চট্টগ্রাম চেম্বার, বাফা, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডাস অ্যাসোসিয়েশনের (বাফা) পরিচালক (পোর্ট অ্যান্ড কাস্টম) খায়রুল আলম সুজন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বৃহস্পতিবারের (১ আগস্ট) সভায় যে সিদ্ধান্ত দেবে, তা আমরা মেনে নেবো।’

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক শাহেদ সারোয়ার বলেন, ‘আইসিডির চার্জ বৃদ্ধির বিষয় কমিটির রিপোর্টের আগেই বিকডা চার্জ বৃদ্ধির ঘোষণা দিল। কিন্তু বিকডাকে অবশ্যই নৌমন্ত্রণালয়ের সিদ্ধান্ত মানতে হবে। তাই কালকে মন্ত্রণালয় সভা ডেকেছে। সভায় কি সিদ্ধান্ত হয়, তা পরে জানাবো।’

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘বিকডা কর্তৃক একতরফাভাবে আইসিডির চার্জ বৃদ্ধি কোনভাবেই আমরা মেনে নিতে পারি না। কালকের সভায় যে সিদ্ধান্ত দেওয়া হবে, তা আমরা মেনে নেবো।’

এ ব্যাপারে বিকডার মহাসচিব মো. রুহুল আমিন শিকদার বিপ্লব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মন্ত্রণালয় সভা ডেকেছে। তবে ট্যারিফ বৃদ্ধির বিষয়ে আমাদের আগের ঘোষণা বহাল আছে। সিদ্ধান্ত কাল বৃহস্পতিবার থেকে কার্যকর করবো। সভায় কি হয়; তা পরে দেখার বিষয়।’

এমএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!