আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের নতুন কমিটি গঠিত

প্রদীপ পাল চেয়ারম্যান ও রকিবুল ইসলাম সেক্রেটারি

আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের (সিবিসি) নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন প্রদীপ পাল এবং নতুন সেক্রেটারি হয়েছেন মো. রকিবুল ইসলাম মৈশান।

সম্প্রতি আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের এক যৌথ সভা সম্প্রতি চট্টগ্রামের সিএমএ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের (সিবিসি) ২০২৪ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

এতে চেয়ারম্যান ও সেক্রেটারি ছাড়াও মোহাম্মদ শাহিদ ভাইস-চেয়ারম্যান এবং মো. রেজওয়ান হাসান ট্রেজারার মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, প্রদীপ পাল বর্তমানে ইনফিনিয়া গ্রুপে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মো. রকিবুল ইসলাম মৈশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

মোহাম্মদ শাহিদ অডিকস্ট, কস্ট এন্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্ট্যান্টসের ম্যানেজিং পার্টনার ও খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সিনিয়র পার্টনার। অন্যদিকে মো. রেজওয়ান হাসান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm