আইসিএবি গোল্ড অ্যাওয়ার্ড পেল রবি

সেরা বার্ষিক প্রতিবেদন ২০২৩- এর জন্য যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগে রবি আজিয়াটা পিএলসি’কে গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

আইসিএবি গোল্ড অ্যাওয়ার্ড পেল রবি 1

টানা তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল অপারেটরটি।

গতকাল ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাজধানীর প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ’র হাত থেকে এ পুরষ্কার গ্রহণ করেন রবি’র চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রশিদ।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সেক্রেটারি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার এবং বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। 

এছাড়া পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র ফাইন্যান্স ডিভিশন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঈন উদ্দিন রিয়াদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm