আইনজীবী খুনে সন্দেহভাজন বিজিসি ট্রাস্টের ছাত্র বহিষ্কার

চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শুভ কান্তি দাশ নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে।

পটিয়ার বাসিন্দা শুভ দাশ বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৭ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এসএম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সি বাংলাদেশ ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন জানান, ‘ল-ডিপার্টমেন্টের ছাত্র শুভ কান্তি দাশ গতকালকের ঘটনার জড়িত ছিলেন— এমন অভিযোগে আইন বিভাগের একাডেমিক কাউন্সিল মিটিংয়ে বসে তাকে বহিস্কার করা করেছে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার ছাত্রত্ব বাতিলের দাবি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

এর আগে হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ভিডিও ফুটেজের মাধ্যমে ওই ছয়জনকে শনাক্ত করা হয়েছে।

সিএমপি জানিয়েছে, চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। খুনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী খুনে মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm