আইডিইবিতে ‘মাদ্রিদ জলবায়ু সম্মেলন: পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনার

‘মাদ্রিদ জলবায়ু সম্মেলন: পর্যালোচনা ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক সেমিনার সম্প্রতি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে আলোচক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইসি কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। সভাপতিত্ব করেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কেএমএ হামিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিজেএফের সভাপতি কাওসার রহমান।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত COP 25 সম্মেলনে বাংলাদেশ জোরালো ভূমিকা ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এর প্রেক্ষিতে ড. সেলিম বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্যাবলী ও কার্যাবলীর বিষয়ে ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারাবিশ্বে কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সারাবিশ্বকে একযোগে কাজ করতে হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!