আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ছাত্রীদের জন্য ১৫ তলা হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এক হাজার আসনের এই হল নির্মাণ করা হচ্ছে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট ক্যাম্পাসে। এ জন্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ শতক জমি।
সোমবার (৪ এপ্রিল) বিকেলে এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী।
কুয়েতের অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে এই হলটি নির্মাণ করা হবে।
এ বিষয়ে প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেন, ‘ছাত্রীদের জন্য এই হলটি নির্মাণ করা হচ্ছে। কারণ আইআইইউসিতে প্রচুর পরিমাণ ছাত্রী দেশের বিভিন্ন জেলা থেকে পড়তে আসে। তাদের শহরে আবাসন নিশ্চিত করতে কষ্ট হয়।’
তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা নিরাপদ আবাসন নিশ্চিত করা। তাই নিজস্ব অর্থায়নের পাশাপাশি কুয়েত সরকারসহ বিদেশী অর্থায়নে বিশাল হলটি নির্মিত হবে।’
আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির বলেন, ‘প্রায় ৩০ শতক জমির ওপর এই হল নির্মাণ হবে। এতে ছাত্রীদের আবাসন সমস্যা অনেকটা কেটে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. কাজী দ্বীন মোহাম্মদ, উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, ট্রাস্টি বোর্ডের সদস্য খালেদ মাহমুদ, উপ উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির প্রমুখ।