আইআইইউসির উইন্টার ফেস্ট উদ্বোধন করলেন রিজিয়া রেজা চৌধুরী

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ‘ইইই ক্লাব-ফিমেল চ্যাপ্টার’র উদ্যোগে উইন্টার ফেস্ট আয়োজন করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারী) রোববার আইআইইউসির ফিমেল একাডেমিক জোনে এ ফেস্টের আয়োজন করা হয়।

উইন্টার ফেস্ট উদ্বোধন করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘আইআইইউসি’র উইন্টার ফেস্টে পিঠা-পুলির আয়োজন আমাদের দেশীয় সংস্কৃতির বিকাশকে আরও উজ্জীবিত করতে সহায়ক হবে। এই উইন্টার ফেস্টে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অভিভূত। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনা নিয়ে নেতৃত্বগুণ সম্পন্ন মানবিক মানুষ হতে হবে। সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন আইআইইউসির সায়েন্স ফ্যকাল্টির ডিন ড. মোহাম্মদ শামীমুল হক চৌধুরী, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, ইইই বিভাগের চেয়ারম্যান ড. শিকদার সানবীম ইসলাম, ফিমেল একাডেমিক জোনের কো-অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী, ইইই ডিপার্টমেন্টের ফিমেল কো-অর্ডিনেটর তানজিম মুস্তারিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আইআইইইসির ইইই বিভাগের সকল সেমিস্টারের ছাত্রীরা বিভিন্ন স্টল দিয়ে উইন্টার ফেস্টে অংশগ্রহণ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm