আইআইইউসিতে নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌর প্রাক্তন ছাত্র পরিষদের সেমিনার শনিবার

0

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ’র প্রাণকেন্দ্রে অবস্থিত বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌ’তে অধ্যয়নকারী প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় আইআইইউসি’র সীতাকুণ্ড কুমিরাস্থ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান, নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌ’র প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

s alam president – mobile

এ সেমিনারে থাকছে তিনটি অধিবেশন। সকাল ৯টায় অনুষ্ঠেয় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী।

বেলা পৌনে বারটা ও দুপুর ২টা ২০ মিনিটে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী।

সেমিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেমিনারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌ’র স্কলারসহ দেলবন্দী কাসেমী স্কলাররা অংশগ্রহণ করবেন।

Yakub Group

উল্লেখ্য, বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌ’র প্রতিষ্ঠা, সম্প্রসারণ ও সুনাম-সুখ্যাতির সাথে জড়িত রয়েছেন বরেণ্য মুসলিম মনীষী আল্লামা শিবলী নোমানী, আল্লামা মুহাম্মদ আলী মুঙ্গেরী, আল্লামা সৈয়দ সোলাইমান নদভী, আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভীর নাম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!