চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিক সমিতির কাছে প্রতিমাসে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন শ্রমিকলীগ নেতা শাহাদাত হোসেন। চাঁদাবাজি মামলায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোববার (১ নভেম্বর) বিকেলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শ্রমিকলীগ নেতা পরিচয়ে শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিক সমিতির কাছে প্রতিমাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ পেয়েছি। শনিবার রাত দেড়টায় ফোর্স পাঠিয়ে চমেক হাসপাতাল এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করে রোববার আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্য লিটন বৈদ্যের দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শ্রমিকলীগ নেতা শাহাদাত হোসেন তার অপর সহযোগী বেলাল, আজিজ, বাবু, ছাত্তারসহ আরও অজ্ঞাত ৫ জনকে নিয়ে এসে প্রতি মাসের ১ তারিখ ৫০ হাজার টাকা করে চাঁদা দেওয়ার দাবি জানায়। লিটন বৈদ্য চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সবাই মিলে তাকে কিল-ঘুষি দেওয়া শুরু করে এবং একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় অ্যাম্বুলেন্স মালিক সমিতির অপর সদস্যরা থানায় খবর দিলে পুলিশ এসে হাতেনাতে শাহাদাতকে গ্রেপ্তার করে।
এছাড়াও শাহাদাত হোসেন তার সহযোগীদের নিয়ে প্রায় সময় চাঁদার দাবিতে অ্যাম্বুলেন্স চালক ও মালিকদেরকে হয়রানির অভিযোগ করেন তারা।
এফএম/এএইচ