অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বানায় বাকলিয়ার আমান ফুড, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বানানোর দায়ে বাকলিয়ার আমান ফুড অ্যান্ড কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

একই অভিযানে দেওয়ানহাট এলাকায় রাস্তায় কনক্রীট মিক্সার পড়ে জমাট বেঁধে যান চলাচলে বিঘ্ন ঘটায় এম জামাল অ্যান্ড কোং লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে ‘পুষ্টি লাচ্ছা সেমাই’ প্রস্তুত করার অপরাধে বাকলিয়ার আমান ফুড অ্যান্ড কোং-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে দেওয়ানহাট এলাকায় গাড়ি থেকে রাস্তায় কনক্রীট মিক্সার পরে জমাট বেঁধে যান চলাচলে বিঘ্ন ঘটায় এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকায় এম জামাল অ্যান্ড কোং লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm