অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নেই মূল্য তালিকাও, মিরসরাইয়ে ৪ দোকানিকে অর্থদণ্ড

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৯ মার্চ) মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

জানা গেছে, অভিযানে আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে দুটি মামলায় যথাক্রমে ৮ হাজার ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্য তালিকা হালনাগাদ না থাকায় দুটি মুদি দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সকল দোকান মালিককে পণ্যের গুণগতমান নিশ্চিত, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি মামলায় যথাক্রমে ৮ হাজার ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা হালনাগাদ না থাকায় দুটি মুদি দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মিরসরাই উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm