অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আনোয়ারায় ৭ রেস্টুরেন্টকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করায় দায়ে ৭ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্নার দায়ে এসব জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘উপজেলার বিভিন্ন হোটেলে নোংরা পরিবেশে ও অস্বাস্থ্যকর খাবার রান্না হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয়ে এ অভিযান পরিচালনা করেন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্নার দায়ে সাতটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm