চট্টগ্রামের পটিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে মিষ্টির দোকান ও মুদির দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কমল মুন্সির হাটে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে এ দুটি দোকানকে জরিমানা করেন।
হাবিবুল হাসান বলেন, ‘অপরিছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি ও খাবারসামগ্রী তৈরি করার অপরাধে মজু মিষ্টি ভান্ডারকে ৫ হাজার টাকা ও নেজাম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় তিনি এসব দোকানের মালিকদেরকে খাবার পরিবেশন ও প্রস্তুত করার ব্যাপারে ভবিষ্যতে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবেন বলে হুঁশিয়ারি দেন।’
এএইচ