২৮ বছর আগের অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৭ মে) রাতে চট্টগ্রামের পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের পশ্চিম রশিদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. খোরশেদ আলম (৫০)। তিনি ওই এলাকার মীর আহম্মেদের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২৭ ডিসেম্বর পটিয়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয় আসামি মো. খোরশেদ আলমের বিরুদ্ধে। মামলায় অস্ত্র আইনে তাকে সাজা দেন আদালত। সেই থেকেই দীর্ঘ ২৮ বছর পালিয়ে ছিলেন সাজা এড়াতে। শোভনদন্ডী ইউনিয়নের পশ্চিম রশিদাবাদ এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতেই খোরশেদ আলমকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ।
ডিজে