চট্টগ্রামে মিরসরাইয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আবুল আলামের ছেলে।
জোরারগজ্ঞ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দূর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইতালিয়ান একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
এসএ