অস্ত্র ইয়াবাসহ র‌্যাবের হাতে যুবক ধরা

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্রসহ মোহাম্মদ নাছির নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী ৪ নম্বর ওয়ার্ডের জালাল সওদাগরের ঘর থেকে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার নাছির উত্তর চাতরীর মৃত জালাল সওদাগরের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার জানান, মঙ্গলবার ভোরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে মো. নাছিরকে আটক করা হয়। পরবর্তীতে আটক আসামির দেহ তল্লাশি করে তার কোমরে গোঁজা অবস্থায় একটি ওয়ানশ্যুটার গান, প্যান্টের পকেট থেকে গুলি এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নাছিরের ঘরে তল্লাশি চালিয়ে ছয়টি চাকু জব্দ করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। একই সঙ্গে সে মাদক সেবনকারীদের কাছে মাদকও বিক্রি করে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm