অসহায় মানুষকে শীতবস্ত্র দিল হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

প্রকৃতির নিয়ম মেনে বছর ঘুরে আবারও ফিরে এসেছে শীতকাল। ‘সকলের তরে সর্বত্র আমরা হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমরা’— এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

অসহায় মানুষকে শীতবস্ত্র দিল হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল 1

রোববার (১৮ ডিসেম্বর) হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিএনসিসি, স্কাউট, গার্ল গাইডস এবং যুব রেড ক্রিসেন্ট ইউনিট ও সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে হতদরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অসহায় মানুষকে শীতবস্ত্র দিল হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল 2

কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. সামছুল আলম ছিদ্দীকির উপস্থিতিতে ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অসহায় মানুষকে শীতবস্ত্র দিল হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল 1

Yakub Group

এছাড়াও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

পরে কলেজ অধ্যক্ষ সার্বিক কার্যক্রম সুন্দরভাবে শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!