হতদরিদ্র্য ও অসহায়দের ঈদ উপহার দিয়েছেন সাবেক সচিব মেজবাহ উদ্দিন।
সম্প্রতি ভোলার চরফ্যাশন ও মনপুরায় সাবেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি ১০ হাজার পিস শাড়ি ও নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করেন।
মেজবাহ উদ্দিন জানান, ঈদ উপলক্ষে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি জনগণের কাছাকাছি পৌঁছাতে চান। দলের তৃণমূল নেতাকর্মীরাও সঙ্গে আছেন। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চরফ্যাশন ও মনপুরার মানুষের পাশে থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন। রাজনীতিতে ভালো মানুষদের আসা উচিত, তা নাহলে খারাপ লোকদের দখলে চলে গেলে সমাজের ভালো কিছু হবে না।
এছাড়া ঈদের দিন তিনি চরফ্যাশনের শশীভূষণ, দক্ষিণ আইচা, চেয়ারম্যান বাজার, দুলার হাট, চর কলমী, জনতা বাজার, পৌরসভাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।