হত্যা ও মাদকসহ কক্সবাজারের রামু থেকে অর্ধডজন মামলার আসামি জসিমকে ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৪৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ লক্ষ ৬৬ হাজার টাকাও উদ্ধার করা হয়।
আটক জসিম উদ্দিন রামু চাকমারকুল ইউনিয়নের আলী হোসেন সিকদার পাড়ার মৃত কবির আহম্মদের ছেলে। সোমবার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে স্থানীয় কলঘর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটক জসিমের বিরুদ্ধে হত্যা, মাদক, নারী নির্যাতনসহ অর্ধডজন মামলা রয়েছে।
কেএস