অর্ধগলিত লাশ উদ্ধার পানছড়িতে

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দক্ষিণ টিঅ্যান্ডটি এলাকা থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৮টার দিকে টিঅ্যান্ডটির পরিত্যক্ত কোয়ার্টার থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে এলাকার শিশুরা খেলতে গিয়ে পঁচা দুর্গন্ধ পায়। তাদের চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে দেখলে পুলিশে খবর দেয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনসারুল করিমের নেতৃত্বে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওসি বলেন, ‘লাশটির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ পরিচয় জানার চেষ্টা করছে।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!