অর্থ আত্মসাৎ মামলায় হাটহাজারীর যুবলীগ নেতা মো. আলতাফ হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। তিনি হাটহাজারী থানার নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
রোববার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ জেসমিন আক্তার কলির আদালত এ রায় দেন। রায়ের সময় মো. আলতাফ হোসেন অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মো. আলতাফ হোসেন হাটহাজারী থানার নাঙ্গলমোড়া দুই নম্বর ওয়ার্ড জাফর হামজার বাই লেইন এলাকার শামসুল আলমের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদি ফটিকছড়ির বাসিন্দা মোহাম্মদ পারভেজের পূর্ব পরিচিত মো. আলতাফ হোসেন। সে হিসেবে পারভেজ থেকে ১০ লাখ টাকা ধার নেন মো. আলতাফ হোসেন। ১০ লাখের বিপরীতে মো. পারভেজকে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখার ১০ লাখ টাকার চেক দেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর ব্যাংক চেকটি ডিজঅনার স্লিপসহ মামলা বাদিকে ফেরত দেন। পাওনা টাকা দেওয়ার কথা বলে বলে অহেতুক সময় নষ্ট করেন আলতাফ। এরপর ২০১৯ সালের ৭ নভেম্বর আদালতে মামলা করেন পারভেজ। এ মামলা ছাড়াও মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ১২টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।
মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অর্ণব তালুকদার জানান, টাকা আত্মসাতের মামলায় হাটহাজারী থানার নাঙ্গলমোড়া ইউনিয়নের মো. আলতাফ হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আরএম/ডিজে