অভি খুনের ঘটনায় ৪ ভাই গ্রেফতার

মীর সাদেক অভি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ সহোদরকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর থেকে শুক্রবার (৩ জুন) ভোর রাত পর্যন্ত নগরীর আগ্রাবাদ, আকবরশাহ এলাকা ও হাটহাজারীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া ৪ সহোদর হলেন, মো. ইব্রাহীম মুন্না, ইয়াছিন আরাফাত টিটু, মো. ইরফান বাবু ও মো. শাহরিয়ার ফারদিন তুহিন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহির হোসেন।

তিনি বলেন, ‘অভি হত্যার ঘটনায় বৃহস্পতিবার দুপুর থেকে ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে খুনের আলামতসহ আমরা ৪ সহোদরকে আটক করেছি। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’

এর আগে গত ১৫ জুন রাত ১১টার দিকে ডবলমুড়িং থানার হাজী পাড়া মসজিদের পাশে একটি রিকশার গ্যারেজের সামনের রাস্তার ওপর অভিকে ছুরিকাঘাত করে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ২৫ জুন তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের শিকার মীর সাদেক অভি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

এমআইটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm