চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপ কোনোভাবেই থামছে না।
পাথর নিক্ষেপ বন্ধ করা ও বহিরাগতদের উচ্ছেদ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযান চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই ফের পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থীর ঠোঁট ফেটে যায়।
পাথরের আঘাতে আহত শিক্ষার্থীর নাম নিশান বড়ুয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (৯ এপ্রিল) বিকাল ৪টায় ট্রেন ক্যান্টেনমেন্ট স্টেশন পৌঁছার কিছু সময় আগে শান্তি কলোনি বস্তি থেকে পাথর নিক্ষেপ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা প্রক্টরিয়াল বডির দু’জন সদস্য শাটল ট্রেনের মধ্যে ছিলাম। ট্রেন ক্যান্টেনমেন্ট স্টেশনের কিছুটা আগে শান্তি কলোনি বস্তির পাশে আসলে পাথর নিক্ষেপ করা হয়। এতে পালি বিভাগের এক শিক্ষার্থী আহত হয়। আমরা তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারে সাত থেকে আট বছরের এক শিশু পাথর নিক্ষেপ করে পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, আমরা এলাকাবাসীকে বুঝিয়েছি। আমাদের সঙ্গে রেলওয়ে ও পুলিশ কাজ করছে। আশাকরি শীঘ্রই এটা নিয়ন্ত্রণ করা যাবে।
এমআইটি/ডিজে