অভিমানে ঘর ছাড়া স্কুলছাত্রীকে ধর্ষণ চান্দগাঁওয়ে, গ্রেপ্তার ৩ ধর্ষক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে মা-বাবা সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী। ঘটনার পর জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চান্দগাঁও মধ্যম মোহরা আব্দুল রহমান সড়কের ভূতের ভিটা কাইয়ুম কলোনিতে এই ঘটনা ঘটে।

ভিকটিম কিশোরী মোহরা এএল খান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। মোহরা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

s alam president – mobile

গ্রেপ্তার আসামিরা হলেন রাউজান নোয়াপাড়া পল্লানপাড়া কসাই সরুত আহাম্মদের বাড়ির মজিবুর রহমানের ছেলে মো. রাসেল ওরফে হিজড়া রাসেল (২৭), বাঁশখালী জলদী পূর্ব মিঞাগো বাড়ির বাগিচাপাড়ার মৃত জাফর আহাম্মদের ছেলে মো. জাহেদুল ইসলাম ইমন (৩০) ও ময়মনসিংহ নান্দাইল থানার কুতুবভোর জাহাঙ্গীর হাওলাদার বাড়ির মৃত মো.হারুনের ছেলে মো. সুমন (৩০)। তারা তিনজন মোহরা এলাকায় ভিন্ন ভিন্ন কলোনিতে রুম ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম কিশোরী মোহরা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। পারিবারিক কিছু বিষয় নিয়ে বুধবার সন্ধ্যার পর কিশোরীর মা-বাবা তাকে বকাঝকা করলে রাত ৮টার দিকে রাগ করে ঘর থেকে বের হয়ে যায় সে। বের হয়ে ওই কিশোরী চান্দগাঁও মৌলভীবাজার এলাকায় আসলে পথ হারিয়ে ফেলে। রাত ১২টার দিকে মৌলভীবাজার এলাকায় কিশোরীকে একা পেয়ে অভিযুক্ত তিনজন তাকে বাসায় পৌঁছে দেবে জানায়।

রাত ১২টা ৪০ মিনিটের দিকে অভিযুক্ত তিনজন তাকে মধ্যম মোহরা আব্দুল রহমান সড়কের ভূতের ভিটা কাইয়ুম কলোনির ২ নম্বর রুমে নিয়ে যায়। তারপর থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে তারা। সকাল হলে ভিকটিমকে রুম থেকে বের করে দেয়।

Yakub Group

পরে অসুস্থ অবস্থায় ভিকটিম তার স্কুলের কাছে গেলে স্কুলের শিক্ষিকা ধর্ষণের বিষয়টি জানতে পেরে চান্দগাঁও থানায় অবগত করেন। খবর পেয়ে পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘সংঘটিত গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

এএইচ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!