অভিন্ন খতমে তারাবিহ পড়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

পবিত্র কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষায় রমজান মাসে খতমে তারাবিহ পড়ার সময় সারাদেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাটি।

রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবিহ নামাজে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনও কোনও মসজিদে এর ভিন্নতা থাকে। এতে করে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসলমানদের মধ্যে পবিত্র কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন।

s alam president – mobile

এই পরিস্থিতি নিরসনে পবিত্র রমজান মাসের প্রথম ছয় দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৬ রমজান দিবাগত রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কোরআন খতম করা সম্ভব হবে।

এমতাবস্থায় দেশের সব মসজিদে খতমে তারাবিহর নামাজে প্রথম ছয়দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের অনুরোধ জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে এই অনুরোধ করা হয়েছে।

Yakub Group

এই বছরের শাবান মাস ২৯ দিনের হলে আগামীকাল বুধবার (২২ মার্চ) ভোর রাতে সাহরি খাওয়ার মাধ্যমে আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলাদেশে প্রথম রোজা হবে। আবার এবারের শাবান মাস যদি ৩০ দিনের হয় সেক্ষেত্রে বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খাওয়ার মাধ্যমে আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে বাংলাদেশে রোজা আরম্ভ হবে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!