বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে সফল এবং অভিজ্ঞ দল অভিজাত অস্ট্রেলিয়ার সামনে আজ এশিয়ার চমক জাগানো লড়াকু আফগানিস্তান। তবে আজকের (শনিবার) তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের প্রথম দিবা-রাত্রির ম্যাচে (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টা) আফগানিস্তানের মুখোমুখি হবে অজিরা।
অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ভিন্ন লক্ষ্য নিয়ে ইংল্যান্ডে পা রেখেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার লক্ষ্য শিরোপা সংখ্যা ছয়ে নেয়া। অন্যদিকে বিশ্বমঞ্চে নিজেদের উপস্থিতি জানান দেয়ার লক্ষ্য আফগানিস্তানের।
বিশ্বকাপের আগে নিজেদের বাজে সময় পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। বলা যায়, সঠিক সময়েই জ্বলে উঠেছে অজিরা। ভারতের বিপক্ষে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অ্যারন ফিঞ্চের দল। সঙ্গত কারণেই ইংল্যান্ড বিশ্বকাপের অন্যতম হট-ফেভারিট হিসেবে অস্ট্রেলিয়ার নাম উচ্চারিত হচ্ছে।
অন্যদিকে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানও জানান দিয়ে রেখেছে বড় মঞ্চে চমক দেখানোর শক্তি ও সামর্থ্য তাদের রয়েছে। ফলে ব্রিস্টলে আফগানদের সহজভাবে নেয়ার সুযোগ নেই অস্ট্রেলিয়ার। ব্যক্তিগত র্যাঙ্কিং অবশ্য আফগানিস্তানকে সমীহ করার কথাই বলে। ওয়ানডের শীর্ষ তিন অলরাউন্ডারের দুজনই তাদের। রশিদ খান দুই নম্বরে এবং মোহাম্মদ নবী রয়েছেন তিনে। কেবল বোলারদের র্যাঙ্কিংয়ে রশিদ রয়েছেন তিন নম্বরে।
বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তান মাত্র একটি জয় পেয়েছে। চার বছর আগে ডানেডিনে স্কটল্যান্ডকে পরাজিত করেছিল আফগানরা। এবার নিজেদের সেই অর্জনকে ছাপিয়ে যেতে চায় রশিদ-নবীর দল। অবশ্য চারবছর আগে আইসিসির সহযোগী সদস্য দেশ হিসেবে খেললেও এবার পূর্ণসদস্য হিসেবেই মেগাইভেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান।
চোখ রাখবেন যাদের উপর:
স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
রশিদ খান (আফগানিস্তান)
সেখানে সববিভাগ মিলিয়ে ভারসাম্যপূর্ণ এক দল নিয়ে ইংল্যান্ডে পা রেখেছে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ও উসমান খাজা টপঅর্ডারে দারুণ ফর্মে রয়েছেন। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফেরায় শক্তিমত্তা অনেকটা বৃদ্ধি পেয়েছে অজিদের।
বোলিংয়ে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন গত বিশ্বকাপের অন্যতম সেরা তারকা মিচেল স্টার্ক। সঙ্গী হিসেবে পাচ্ছেন ইনফর্ম প্যাটকামিন্সকে। স্পিন আক্রমণে অ্যাডাম জাম্পার সঙ্গে নাথায় লায়ন আফগান ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন। সবমিলিয়ে আফগানিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।
সম্ভাব্য একাদশ
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা/শন মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, অ্যালেক্স কারি, প্যাট কামিন্স, নাথান কোল্টার নাইল, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
আফগানিস্তান: মোহাম্মদ শাহজাদ, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর রহমান, হামিদ হাসান ও দৌলত জাদরান।