অবৈধ স্বর্ণ বৈধ করে সাড়ে ৬৫ লাখ আয় হলো চট্টগ্রাম আয়কর বিভাগের

0

তিন দিনব্যাপী স্বর্ণমেলায় দ্বিতীয় দিন সোমবার (২৪ জুন) অবৈধ ৬ হাজার ২২৭ ভরি স্বর্ণ, এক ক্যারেট হীরা ও ২ হাজার ৩৯৫ ভরি রৌপ্য বৈধ ঘোষণা করা হয়েছে। এর বিপরীতে চট্টগ্রাম আয়কর পেল ৬৫ লাখ ৬৪ হাজার ৬২ টাকা কর। চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর সহকারী কমিশনার অনুপম দাশ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, সোমবার (২৪ জুন) ৬৬ ব্যবসায়ী অপ্রদর্শিত স্বর্ণ, হীরা ও রৌপ্য মজুদের ঘোষণা দিয়েছেন।

নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার দুই নম্বর রোডের পিএইচপি এ রোববার (২৩ জুন) থেকে শুরু হয়েছে এ স্বর্ণমেলা। চট্টগ্রাম আয়কর বিভাগ আয়োজিত এ মেলায় নিবন্ধিত স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যদের অঘোষিত ও মজুদ স্বর্ণ, স্বর্ণালংকার, কাট ও পলিশড ডায়মন্ড এবং রৌপ্যের ঘোষণার বিপরীতে কর পরিশোধের সুযোগ দেওয়া হচ্ছে। অপ্রদর্শিত প্রতি ভরি স্বর্ণে ১ হাজার টাকা, রৌপ্যের জন্য ৫০ টাকা, প্রতি ক্যারেট কাট ও পলিশড ডায়মন্ডের জন্য ৬ হাজার টাকা কর পরিশোধ করতে হবে।

মেলায় রয়েছে স্বর্ণ ব্যবসায় জড়িত নতুন করদাতাদের ইটিআইএন প্রদান, চট্টগ্রামের প্রতিটি কর অঞ্চলের জন্য পৃথক বুথে ঘোষণা ফরম গ্রহণ, আয়কর পরিশোধের জন্য সোনালী ব্যাংক লিমিটেডের বুথ ও পরামর্শ কেন্দ্র। মঙ্গলবার (২৫ জুন) বিকাল পাঁচটা পর্যন্ত মেলা চলবে। নতুন করদাতাদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট বা জাতীয় পরিচয় পত্রের ছায়াকপি সঙ্গে আনতে অনুরোধ জানানো হয়েছে।

s alam president – mobile

চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর সহকারী কমিশনার মওদুদ আহমেদ ভুঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রথমবার আয়োজিত স্বর্ণমেলা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। সোমবার প্রায় ৪৫০-৫০০ স্বর্ণ ব্যবসায়ী মেলায় এসে সেবা নিয়েছেন। মেলায় অপ্রদর্শিত স্বর্ণ বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। মেলা শেষ হওয়ার পরও ৩০ জুন পর্যন্ত চট্টগ্রামের চারটি কর অঞ্চলের সার্কেলগুলোতে কর পরিশোধ করে অপ্রদর্শিত স্বর্ণ বৈধ করা যাবে।’


এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!