অবৈধ পার্কিং, চট্টগ্রামে ২০ জনকে জরিমানা

চট্টগ্রামের বন্দর ও হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডে অবৈধভাবে বাস, ট্রাক, কাভার্ডভ্যান পার্কিং করে জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি করায় ২০ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে সহায়তা করেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এর আগে রোববার (২৭ ডিসেম্বর) দক্ষিণ মধ্যম হালিশহরের মাইজপাড়া, ঈশান মিস্ত্রিহাট ও ডবলমুরিং থানার দেওয়ানহাট পোর্টসিটি কমপ্লেক্সের সামনের সড়ক থেকে ২০টি দোকান উচ্ছেদ করে চসিক। এ সময় ৮ জনকে ১৪ হাজার টাকা জরিমানাও করা হয়।

আইএমই/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm