অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, ৮ রোহিঙ্গা আটক

0

উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প হতে মালয়েশিয়া গমনের জন্য যাত্রাকালে ৮ নারী-পুরুষকে আটক করেছে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

হোয়াইক্যং-বাহারছড়া ঢালাপথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই মাইনুদ্দিন সর্ঙ্গীয় টহলদল নিয়ে হোয়াইক্যং-বাহারছড়া ঢালায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২ এর ব্লক-১/এ এর বাসিন্দা দিলদার আলমের মেয়ে নুর কলিমা (১৮), মোহাম্মদ আমিনের মেয়ে আজিজা (২০), মৃত ইয়াকুব আলীর পুত্র মোহাম্মদ আলম (৭২) ও মৃত হাকিম আলীর পুত্র দিলদার আহমদকে (৬০) আটক করে।

s alam president – mobile

এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ইয়াকুব আলী মালয়েশিয়াগামী আটকের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!