উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প হতে মালয়েশিয়া গমনের জন্য যাত্রাকালে ৮ নারী-পুরুষকে আটক করেছে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
হোয়াইক্যং-বাহারছড়া ঢালাপথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সূত্র জানায়, বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই মাইনুদ্দিন সর্ঙ্গীয় টহলদল নিয়ে হোয়াইক্যং-বাহারছড়া ঢালায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২ এর ব্লক-১/এ এর বাসিন্দা দিলদার আলমের মেয়ে নুর কলিমা (১৮), মোহাম্মদ আমিনের মেয়ে আজিজা (২০), মৃত ইয়াকুব আলীর পুত্র মোহাম্মদ আলম (৭২) ও মৃত হাকিম আলীর পুত্র দিলদার আহমদকে (৬০) আটক করে।
এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ইয়াকুব আলী মালয়েশিয়াগামী আটকের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এসএইচ